বিক্রিতে ধস নামবে হুয়াওয়ের!

চলতি বছর এবং সামনের বছর হুয়াওয়ের বিক্রি প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার কমবে বলে ধারণা করছেন প্রতিষ্ঠান প্রধান রেন ঝেংফেই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 11:09 AM
Updated : 17 June 2019, 11:09 AM

সোমবার ঝেংফেই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কারণে চাপের মধ্যে রয়েছে হুয়াওয়ে-- খবর রয়টার্সের।

আগের বছর ১০ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার আয়ের হিসাব দিয়েছিল প্রতিষ্ঠানটি, যা ছিল ২০১৭ সালের চেয়ে ১৯.৫ শতাংশ বেশি।

রেন আরও বলেন ২০২১ সালে ব্যবসা পুনরুদ্ধারের আশা করছেন তিনি। সোমবার প্রতিষ্ঠানের শেনজেন প্রধান কার্যালয়ে দুই মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞ জর্জ গিল্ডার এবং নিকোলাস নেগ্রোপন্টে’র সঙ্গে কথা বলছিলেন হুয়াওয়ে প্রধান।

প্রতিষ্ঠানের আর্থিক খাতে বড় ধাক্কা এলেও গবেষণা এবং উন্নয়নে খরচ কমানো হবে না বলেও জানিয়েছেন রেন।

সম্প্রতি হুয়াওয়ের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। এরপর থেকেই একে একে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল করতে শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

হুয়াওয়েকে সবচেয়ে বড় ধাক্কা খেতে হয়েছে স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চুক্তি বাতিল হওয়ায়। এবার স্মার্টফোনের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম আনতে জোর দিয়েছে হুয়াওয়ে।