আইওএস, অ্যান্ড্রয়েডে এলো স্কাইপ স্ক্রিন শেয়ারিং

আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্কাইপ অ্যাপে ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং ফিচার চালু করেছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2019, 01:48 PM
Updated : 6 June 2019, 01:48 PM

চলতি বছরের এপ্রিলে প্রিমিয়ার ভিডিও কলিং অ্যাপে ফিচারটির পরীক্ষা শুরু করে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। এবারে সব স্কাইপ গ্রাহকের জন্য ফিচারটি চালু করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

ব্লগ পোস্টের মাধ্যমে ফিচারটির ঘোষণা দিয়ে মাইক্রোসফট বলে, যাতায়াতের সময় মিটিং, প্রযুক্তি নিয়ে খুব বেশি জানেন না এমন আত্মীয়স্বজনদের সহায়তা করতে এবং বন্ধুদের সঙ্গে অনলাইন শপিং সারতে ফিচারটি কাজে লাগাতে পারবেন গ্রাহক।

সিসকো ওয়েবএক্স, গোটুমিটিং এবং জুম-এর এন্টারপ্রাইজ ভিডিও চ্যাটিং অ্যাপগুলোতে মোবাইল স্ক্রিন শেয়ারিং ফিচার সাধারণ ব্যাপার। কিন্তু সাধারণ গ্রাহকের জন্য গুগল ডুয়ো, ফেইসটাইম, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো ভিডিও চ্যাটিং অ্যাপে ফিচারটি অসাধারণ কিছুই।

স্কাইপের নতুন নকশা করা ভিডিও কল ইন্টারফেইসের নীচে ডান দিকে মেনু বাটন চেপে নতুন স্ক্রিন শেয়ারিং ফিচারটি চালু করতে পারবেন গ্রাহক। একই মেনুতে লাইভ ক্যাপচারিং এবং স্ক্রিন রেকর্ডিং ফিচারও পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।