অ্যাপল সেবায় বিভ্রাট

সাময়িক বিভ্রাটের শিকার হয়েছে অ্যাপলের অ্যাপ স্টোর, মিউজিক এবং রেডিও সেবা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 06:11 AM
Updated : 5 June 2019, 06:11 AM

মঙ্গলবার যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে এই বিভ্রাট দেখা গেছে।  যুক্তরাজ্যে বেলা ১ টার সময় এই বিভ্রাট দেখা যায় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ইন্টারনেটের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষক ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এ দেখা গেছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং কাতারের গ্রাহকরাও এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন।

ডেভেলপারদের কাছে অ্যাপলের নতুন আইওএস ১৩ এবং ম্যাকওএস ক্যাটালিনা’র ট্রায়াল সংস্করণ উন্মোচনের একদিন পরই এই বিভ্রাট দেখা গেল। অ্যাপলের বিভ্রাটের কয়েকদিন আগেই বড় ধরনের বিভ্রাটের শিকার হয় গুগলের ক্লাউড সেবা। ওই ঘটনায় অনেক ওয়েবসাইট ও সেবা বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুগল ক্লাউডের বিভ্রাটের ঘটনায় অ্যাপলের কিছু আইক্লাউড পণ্যও আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আউমেসেজ এবং ফটোস।

অনেক পণ্যের মূল ভিত্তি হিসেবে গুগল ক্লাউড ব্যবহার করে থাকে অ্যাপল।