টেসলাকে ছাড়ালো স্পেসএক্স

বাজারমূল্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়েছে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 08:17 AM
Updated : 2 June 2019, 08:17 AM

গত শুক্রবার দিন শেষে স্পেসএক্স-এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৩৩০ কোটি মার্কিন ডলার। আর সেসময় টেসলার বাজার মূল্য ছিল ৩২৮০ কোটি ডলার-- খবর সিএনবিসি’র।

দুই প্রতিষ্ঠানেরই প্রধান নির্বাহী ও শেয়ারধারী মাস্ক। স্পেসএক্স-এর ৫৪ শতাংশ শেয়ার এবং টেসলার ২০ শতাংশ মালিকানা তার।

সম্প্রতি কক্ষপথে ৬০টি স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠিয়েছে স্পেসএক্স।

২০১৯ সালের শুরু থেকে ১০২ কোটি মার্কিন ডলার উঠিয়েছে স্পেসএক্স। একই সময়ে টেসলার শেয়ার মূল্য কমেছে ৪৪ শতাংশ।

শুরু থেকেই প্রতিষ্ঠানের আয় নিয়ে জটিলতার মধ্যে রয়েছে টেসলা। এবার চীনে সাফল্য পাওয়ার চেষ্টায় শাংহাইতে একটি কারখানা তৈরির করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে আগের চেয়ে আরও খারাপ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক।

চীনে মডেল ৩ গাড়ি উৎপাদন করতে পারলে কম আমদানি শুল্ক গুণতে হবে প্রতিষ্ঠানটিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাটারি এবং গাড়ি বানাতে চীনা সরবরাহকারী প্রতিষ্ঠানের থেকে যে কাঁচামাল ও যন্ত্রাংশ কেনা হয় তার জন্যও উচ্চ শুল্ক দেয় টেসলা।