ঘণ্টায় ৩৭৩ মাইল বেগে চলবে চীনের নতুন ট্রেন

দ্রুত গতির নতুন ম্যাগলেভ ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করেছে চীনের শীর্ষস্থানীয় ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান। ঘণ্টায় ৩৭৩ মাইল বেগে যাত্রী বহন করবে এই ট্রেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 05:36 PM
Updated : 25 May 2019, 05:36 PM

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি বানিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন (সিপিআরসি)। ২০২১ সালে পুরোদমে এর উৎপাদন শুরুর আগে এখন থেকে এর পরীক্ষা শুরু হবে।

৩৭৩ মাইল বেগে চললে ট্রেনটিতে করে বেইজিং থেকে শাংহাই যেতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘন্টা, যেখানে প্লেন যাত্রায় লাগে সাড়ে চার ঘন্টা।

ম্যাগলেভ নকশার কারণেই ট্রেনে এতো গতি তোলা সম্ভব হবে। চাকা দিয়ে রেললাইন বরারবর চলার বদলে চুম্বকের সাহায্যে লাইনের ওপর ভেসে বেড়ায় ম্যাগলেভ ট্রেন।

ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেন রয়েছে চীনে। শাংহাই এয়ারপোর্ট এবং সিটি সেন্টারের মধ্যে ১৮৬ মাইল রাস্তা ২৬৭ মাইল বেগে পাড়ি দেয় এই ট্রেন।

২০১৫ সালেই নতুন এই ট্রেনের প্রোটোটাইপের ঘোষণা দিয়েছিল চীন। তবে, এই গতিতে চলা প্রথম ট্রেন হবে না এটি। ২০১৫ সালে ৩৭৫ মাইল বেগে ম্যাগলেভ ট্রেন চালিয়ে রেকর্ড গড়েছে জাপান।