‘জীবন’ পেলেন মোনা লিসা!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2019 02:55 PM BdST Updated: 25 May 2019 02:55 PM BdST
-
ছবি- স্যামসাং
লিওনার্দো দ্য ভিঞ্চি’র বিখ্যাত পেইন্টিং মোনা লিসাকে জ্যান্ত রূপ দিয়েছেন এআই গবেষকরা।
মোনা লিসা’র শুধু একটি ছবি থেকে ভিডিও বানানো হয়েছে, যাতে দেখা গেছে মডেলটি তার মাথা, চোখ এবং মুখ নড়াচড়া করছে-- খবর বিবিসি’র।
মস্কোতে স্যামসাংয়ের এআই গবেষণা ল্যাবরেটরি ‘ডিপফেইক এআই’ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমনটা করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
নানভাবে ডিপফেইক প্রযুক্তির অপব্যবহার করা যেতে পারে বলে ইতোমধ্যে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।
স্যামসাংয়ের অ্যালগরিদমটি ইউটিউব থেকে নেওয়া সেলিব্রেটিদের ৭০০০ ছবির একটি পাবলিক ডেটাবেইজ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছবিকে জীবন্ত করতে ফেসিয়াল ফিচার এবং নড়াচড়া ম্যাপ করে এআই ব্যবস্থাটি।
ডিপফেইক এআই প্রযুক্তি দিয়ে সালভাদর দালি, অ্যালবার্ট আইনস্টাইন, ফিয়োদর দস্তয়েভস্কি এবং মেরিলিন মনরো’র মতো ব্যক্তিরও ভিডিও বানানো হয়েছে।
২০১৭ সালে একই ধরনের একটি ব্যবস্থা দেখিয়েছিলেন তেল আভিভ ইউনিভার্সিটির গবেষকরা। সেসময় এই প্রযুক্তিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা’র ভিডিও বানানো হয়েছিল।
এবার স্যামসাংইয়ের গবেষক দলের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, এই প্রযুক্তি অপব্যবহার করা যেতে পারে। কিন্তু ভালো কাজের শক্তি হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। যেমন পরিবারের মৃত ব্যক্তিদের স্মরণ করতে তাদের অবতার বানানো।
-
রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল
-
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনে বিটকয়েন মাইনিং চলছেই
-
মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি
-
ছাড় পাচ্ছেন না মাস্ক, সমঝোতা কার্যকরে চাপ দেবে টুইটার
-
ইউটিউব বা নেট বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর