শব্দের সঙ্গে কণ্ঠও অনুবাদ করবে গুগল ট্রান্সলেটর

মানুষের মুখ থেকে বের হওয়া শব্দই নয় তার কন্ঠ এবং সুরও অনুবাদ করবে গুগলের নতুন এআই অনুবাদকারী। আপাতত এটির প্রোটোটাইপ বানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 01:35 PM
Updated : 20 May 2019, 01:35 PM

নতুন এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘ট্রান্সলেটোট্রন’। গুগলের অনুবাদ বিভাগের প্রধান এ বিষয়ে প্রযুক্তি সাইট ভার্জকে বলেন, আপাতত তাদের লক্ষ্য হলো অনুবাদ টুলে আরও ফিচার যোগ করা এবং আরও বাস্তব বক্তব্য তৈরি করা।

এআইই প্রকৌশলীদের কাছে নতুন এই ফিচারটি দারুণ কিছু কারণ এটি সরাসরি অডিও ইনপুট থেকে অডিও আউটপুটে অনুবাদ করে, অন্য টেক্সট দিয়ে অনুবাদ করা হয় না।

এ ধরনের এআই মডেলকে বলা হয় ‘এন্ড-টু-এন্ড মডেল’। কারণ এ ধরনের মডেলে মাঝের কাজ বা পদক্ষেপের জন্য বিলম্ব হয় না। গুগলের দাবি অনুবাদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার চেয়ে এন্ড-টু-এন্ড মডেলে তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়।

নতুন এই এআই ট্রান্সলেটর খুব শীঘ্রই উন্মুক্ত করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।