চীনে বন্ধ হলো সব ভাষার উইকিপিডিয়া

চীনে ব্লক করা হয়েছে সব ভাষার উইকিপিডিয়া সাইট। চলতি বছরের এপ্রিল মাস থেকেই এই সাইট ব্লক করা হয়েছে বলে নিশ্চিত করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 08:27 AM
Updated : 15 May 2019, 08:27 AM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ গবেষকরা বের করেছেন যে উইকিপিডিয়া অন্যান্য আরও যেসব ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়েছে, যেগুলোতে চীন থেকে প্রবেশ করা যাচ্ছে না।

এর আগে উইকিপিডিয়ার শুধু চীনা ভাষার সংস্করণ নিষিদ্ধ করেছিল দেশটি। এবার এর পরিধি আরও বেড়েছে।

উইকিমিডিয়ার পক্ষ থেকে বলা হয়, এমন পদক্ষেপের জন্য তারা “কোনো নোটিশ” পাননি।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “এপ্রিলের শেষ দিকে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানতে পারে যে চীনে উইকিপিডিয়া চীন থেকে অ্যাকসেস করা যাচ্ছে না। আমাদের অভ্যন্তরীন ট্রাফিক প্রতিবেদন কাছ থেকে বিশ্লেষণ করার পর আমরা নিশ্চিত করে বলতে পারি যে এখন সব ভাষায়ই উইকিপিডিয়া ব্লক করা হয়েছে।”

এর আগেও অনেক দেশে ব্লক করা হয়েছে এই অনলাইন এনসাইক্লোপিডিয়া। ২০১৭ সালে এটি তুরস্কে ব্লক করা হয়। চলতি বছর ভেনেজুয়েলাও এটি কয়েকবার ব্লক করা হয়েছে।