প্রথমবার স্মার্টফোন বাজারে এনে ব্যর্থ হলেও দ্বিতীয় আরেকটি স্মার্টফোন আনতে পারে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
Published : 13 May 2019, 11:15 PM
এর আগে ১৭০ মার্কিন ডলার মূল্যে ফায়ার ফোন বাজারে আনে প্রতিষ্ঠানটি। অপেক্ষাকৃত সস্তা এই স্মার্টফোন তেমন একটা জনপ্রিয়তা পায়নি।
এবার দ্বিতীয় আরেকটি স্মার্টফোন আনার ইঙ্গিত দিয়েছেন অ্যামাজনের ডিভাইস ও সেবা বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট ডেভ লিম্প। টেলিগ্রাফকে লিম্প বলেন, অ্যামাজন স্মার্টফোনের জন্য একটি ‘ভিন্ন ধারণা’ আনতে পারে, আর তখনই তারা দ্বিতীয় চেষ্টা করবে।
লিম্প আরও বলেন, “এটি বাজারের একটি বড় খাত এবং এটি আকর্ষণীয় হতে পারে। আমাদের পরীক্ষা চালিয়ে যেতে হবে এবং আমরা এমন কিছু নিয়ে পরীক্ষা চালাতে চাই যা আসলেই ভিন্ন কিছু।”
“আমরা কি পার্সোনাল কম্পিউটার বানাতে চাই কিনা তার উত্তরও একই। কোনো খাতে ঢুকতে আমাদের যেটা দরকার তা হলো একটি ধারণা যা এটিকে আলাদা করবে।”
নতুন ডিভাইস নিয়ে ইতোমধ্যেই অ্যামাজন কাজ করা শুরু করেছে কিনা এমন প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানের মুখপাত্র।