মোবাইল উইন্ডোজে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2019 02:28 PM BdST Updated: 13 May 2019 02:28 PM BdST
-
ছবি- রয়টার্স
শীঘ্রই স্মার্টফোনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। উইন্ডোজ ফোন থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফেইসবুক মালিকানাধীন জনপ্রিয় এই চ্যাটিং মেসেঞ্জারটি।
ছয় মাসের মধ্যে উইন্ডোজচালিত সব স্মার্টফোনেই সমর্থন বন্ধ করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, “২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর আপনি কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন না।”
“যেহেতু আমরা এই অপারেটিং সিস্টেমের জন্য আর কাজ করছি না, কিছু ফিচার যেকোনো সময় কাজ করা বন্ধ হয়ে যেতে পারে।”
শুধু উইন্ডোজ নয় অ্যান্ড্রয়েড এবং আইওএস-্এর পুরানো সংস্করণ থেকেও বাদ দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ সমর্থন।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অ্যান্ড্রয়েড ২.৩.৭ ও এর পুরানো সংস্করণ এবং আইওএস ৭ ও এর আগের সংস্করণে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর একটি হোয়াটসআপ। সম্প্রতি এতে ‘অ্যাডভান্সড সার্চ’ ফিচার যোগ করার খবর দিয়েছে ওয়াবেটালইনফো। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ পরীক্ষা করে নতুন ফিচারগুলোর কথা জানিয়ে থাকে সাইটটি।
ইতোমধ্যে একটি সার্চ ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে। এর মাধ্যমে বার্তা এবং চ্যাটিং থ্রেডখুঁজে বের করতে পারেন গ্রাহক।
এবার নতুন অ্যাডভান্সড সার্চের মাধ্যমে আগের সংস্করণের চেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। নতুন সার্চিংয়ের মাধ্যমে ছবি, লিংক, অডিও, ডকুমেন্ট, জিফ বা ভিডিও ফিল্টার করা যাবে।
নতুন ফিচারের মাধ্যমে সার্চ হিস্ট্রিও দেখতে পারবেন গ্রাহক। গ্রাহক যদি এতে ছবি সার্চ করেন, তাহলে ছবি রয়েছে এমন সব বার্তা দেখানো হবে।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)