এখনও ফুরোয়নি এইচটিসি

দীর্ঘ নীরবতার পর আবারও ফেরার ইঙ্গিত দিয়েছে এইচটিসি। অনেকের মতেই এইচটিসি’র স্মার্টফোন ব্যবসা শেষ হওয়ার দিকে। কিন্তু কয়েক বছর ধরে বারবারই ঘুরে দাঁড়ানো চেষ্টা করে আসছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2019, 03:01 PM
Updated : 11 May 2019, 03:01 PM

গুগলের নতুন পিক্সেল ৩এ ডিভাইসও বানানো হয়েছে এইচটিসি’র তাইওয়ানিজ দলের সহায়তায়। এক বছর আগেই এইচটিসিকে আংশিক অধিগ্রহণ করেছে গুগল।

আগের বছর গ্রীষ্মে নতুন ফ্ল্যাগশিপ ইউ১২ আনার পর থেকে নতুন কোনো ঘোষণা দেয়নি এইচটিসি। এবার প্রতিষ্ঠানের ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

মে মাসের শেষ দিকে ইউ১১ প্লাস মডেলে প্রথম আপডেট আনা হবে। জুন মাসে ইউ১২ প্লাস এবং ওই মাসের শেষ দিকে ইউ১১ প্লাস মডেলে আপডেট দেওয়া হবে।

একটা সময় অ্যান্ড্রয়েড আপডেট আনায় সবার চেয়ে এগিয়ে থাকতো এইচটিসি। প্রতিষ্ঠানের সেসময় অনেকটাই ফুরিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্টফোন ব্যবসা থেকে সরে এখন ভাইভ নামে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের প্রচারণাতেই বেশি নজর দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের বিশ্বস্ত ভক্তদের জন্য সবশেষ পুরস্কার হতে পারে অ্যান্ড্রয়েড ৯ আপডেট। গুগলের নতুন অ্যান্ড্রয়েড ১০ কিউ আপডেট এইচটিসি’র কোনো স্মার্টফোনে দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।