গ্যালাক্সি ফোল্ড নিয়ে আশা দিলো স্যামসাং

গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার নতুন তারিখ জানানোর পরিকল্পনা করছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2019, 10:02 AM
Updated : 10 May 2019, 10:02 AM

ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির সহ-প্রধান ডিজে কো বলেন, তারা “ডিভাইসটির সমস্যা পর্যালোচনা করেছেন এবং আজ কালের মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাবেন।”

১৯৮০ মার্কিন ডলারের এই ফোল্ডএবল ডিভাইসটি পর্যালোচকদের হাতে আসার পরপরই বিভিন্ন ডিভাইসের পর্দা ভেঙ্গে যেতে দেখা গেছে। এতে নিজেদের নতুন উদ্ভাবন দেখাতে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ডিভাইসটির সরবরাহ বিলম্বিত করার সিদ্ধান্ত নেয় তারা।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, কো’র মন্তব্য দেখে ধারণা করা হচ্ছে ডিভাইসটির ত্রুটি সারাতে কোনো সমাধান পেয়েছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটির কব্জা আরও উন্নত করা হতে পারে। ডিভাইসটির এই জায়গা থেকেই পর্দায় ফাটল দেখা যাচ্ছিলো।

মার্কিন যুক্তরাষ্ট্রে এই মাসের মধ্যেই গ্যালাক্সি ফোল্ড আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কো বলেন, “আমরা খুব বেশি দেরি করবো না।”

এক দিন আগেই স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, ৩১ মে’র মধ্যে পণ্য সরবরাহ করা না হলে স্বয়ংক্রিয়ভাবে প্রি-অর্ডার বাতিল করা হবে।

এবারে কো নিশ্চিত করেছেন যে গ্যালাক্সি ফোল্ড প্রকল্প পুরোপুরি বাতিল  করা হয়নি।