মুদি পণ্যের মতোই প্রতিষ্ঠান কেনে অ্যাপল

নতুন কোনো প্রতিষ্ঠান কিনলেই সাধারণত তা সারা বিশ্বকে জানায় না অ্যাপল। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে গোপনেই অধিগ্রহণ করে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 11:43 AM
Updated : 7 May 2019, 11:43 AM

সিএনবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে অ্যাপল প্রধান টিম কুক বলেন, গড়ে প্রতি দুই থেকে তিন সপ্তাহে নতুন একটি প্রতিষ্ঠান কেনে অ্যাপল। আর শেষ ছয় মাসে অন্তত ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠান কিনেছে তারা।

দেখা যাচ্ছে, অ্যাপল যে সময়ে নতুন একটি প্রতিষ্ঠান কেনে সে সময় পরপরই হয়তো বেশির ভাগ মানুষ মুদি পণ্য কিনে থাকে।

বর্তমানে অ্যাপলের পকেটে নগদ অর্থ রয়েছে ২২৫৪০ কোটি মার্কিন ডলার, যা দিয়ে কোয়ালকমের সঙ্গে চলমান মামলা ৫০ বারের বেশি মীমাংসা করা যাবে। ফলে অ্যাপলের জন্য নতুন প্রতিষ্ঠান কেনাটা বড় কিছু না বলেই ধারণা করা হচ্ছে।

সাধারণত গোপনে প্রতিষ্ঠান কিনলেও অ্যাপলের ছোট ছোট কিছু অধিগ্রহণের খবর প্রায়ই সামনে আসে।