হলোলেন্স ২-এর ডেভেলপার সংস্করণ আসছে

অগমেন্টেড রিয়ালিটি হেডসেট হলোলেন্স ২-এর ডেভেলপার সংস্করণ আনতে যাচ্ছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2019, 05:22 PM
Updated : 3 May 2019, 05:22 PM

চলতি বছরের শেষ দিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা হবে নতুন এই এআর হেডসেটটি। ডিভাইসটির বাজার মূল্য বলা হয়েছে ৩৫০০ মার্কিন ডলার।

মূল হলোলেন্সের বাজার মূল্য পাঁচ হাজার মার্কিন ডলার। আর মূল ডেভেলপার কিটের দাম ৩৫০০ মার্কিন ডলার --খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ডেভেলপার কিটের সঙ্গে দেওয়া হচ্ছে হলোলেন্স ২ হার্ডওয়্যার এবং অ্যাজিউর ক্রেডিট। এ ছাড়া ক্যাড ডেটার জন্য ইউনিটি প্রো এবং ইউনিটি পাইএক্সওয়াইজেড প্লাগইন বিনামূল্যে ট্রায়ালের সুযোগ পাবেন ডেভেলপাররা।

মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, মে মাসের শেষ দিকে ডেভেলপারদের জন্য হলোলেন্স ২-তে আনরিয়েল ইঞ্জিন ৪ সমর্থনও যোগ করা হবে। এর ফলে উৎপাদন, পণ্য নকশা, স্থাপত্য এবং অন্যান্য খাতে ব্যবহারের জন্য অ্যাপে “ফটো-রিয়ালস্টিক রেন্ডার” সমর্থন পাবেন ডেভেলপাররা।

হলোলেন্স ২-এর জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি মাইক্রোসফট। তবে বছরের শেষ নাগাদ বাণিজ্যিক ও ডেভেলপার সংস্করণ বাজারে আনার অঙ্গীকার করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।