স্বয়ংক্রিয়ভাবে লোকেশন ডেটা মুছতে দেবে গুগল

স্বয়ংক্রিয়ভাবে লোকেশন হিস্ট্রি এবং ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ মুছে ফেলার ফিচার চালু করতে যাচ্ছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 09:44 AM
Updated : 2 May 2019, 09:44 AM

গুগল অ্যাকাউন্টে ফিচারটি যোগ করা হলে নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের লোকেশন হিস্ট্রি, ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটি মুছে ফেলা হবে। গ্রাহক নিজের পছন্দ মতো ডেটা মোছার জন্য সময় তিন মাস বা ১৮ মাস ঠিক করে দিতে পারবেন। একবার সময় ঠিক করে দিলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর ডেটা মুছে ফেলা হবে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

গ্রাহকের অবস্থান ট্র্যাকিং নিয়ে আগের বছর সমালোচনার মুখে পড়তে হয়েছে গুগলকে। গ্রাহক যদি তার লোকেশন হিস্ট্রি সেটিং বন্ধও করে রাখেন, তারপরও তার অবস্থান ট্র্যাক করে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।

গ্রাহক যদি অবস্থান ট্র্যাকিং পুরোপুরি বন্ধ করতে চান তাহলে “ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি” সেটিংসও পরিবর্তন করতে হবে।

এবার এটি বন্ধ করতে বুধবার নতুন ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে গুগল, যা উভয় ডেটাই মুছে ফেলবে। ফলে গুগলের পক্ষ থেকে গ্রাহকের সব অবস্থানের ডেটাই মুছে ফেলা হবে বলে ধারণা করা হচ্ছে।

“সামনের কয়েক সপ্তাহের মধ্যেই” বিশ্বজুড়ে এই ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল। বর্তমানে এই ডেটাগুলো ম্যানুয়ালি মুছে ফেলতে পারেন গ্রাহক। আগের মতো ম্যানুয়াল অপশনটিও রাখা হবে এতে।