নতুন প্লেস্টেশনের আভাস দিলো সনি

প্লেস্টেশন ৫ উন্মোচনের ইঙ্গিত দিয়েছে সনি। অবশ্য ২০২০ সালের আগে বাজারে আসছে না নতুন গেইমিং কনসোলটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 09:19 AM
Updated : 28 April 2019, 09:19 AM

তিন বছর আগে প্লেস্টেশনের সর্বশেষ সংস্করণটি উন্মোচন করে সনি। এরপর নানা সময়ে প্লেস্টেশন ৫-এর গুজব শোনা গেলেও বাস্তবে কনসোলটি দেখা যায়নি।

সনির সর্বশেষ আয়ের হিসাবে ইঙ্গিত দেওয়া হয়েছে ২০২০ সালের আগে বাজারে আসবে না নতুন গেইমিং কনসোল।

প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে বলা হয়্‌, ১২ মাসের মধ্যে নতুন প্রজন্মের কোনো প্লেস্টেশন বাজারে আসবে না। এর থেকে ধারণা করা হচ্ছে, ২০২০ সালের এপ্রিল মাসের আগে উন্মোনের সম্ভাবনা নেই প্লেস্টেশন ৫-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

পরবর্তী আর্থিক বছরে সনির লাভ কম হবে বলেও ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের কনসোলের ডেভেলপমেন্ট খরচ বাড়ায় লাভ কমবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন গেইমিং কনসোলটিতে ভিআর এবং ৮কে সমর্থন থাকবে বলে গুজব শোনা যাচ্ছে। আর এরসঙ্গে টাচস্ক্রিনযুক্ত একটি কন্ট্রোলারও আনবে সনি।