শীঘ্রই নতুন পিক্সেল আনতে পারে গুগল

শীঘ্রই নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচন করতে পারে গুগল। প্রতিষ্ঠানের টিজার থেকে ধারণা করা হচ্ছে ৭ মে প্রতিষ্ঠানের আই/ও ২০১৯ ডেভেলপার সম্মেলনেই নতুন পিক্সেল ৩এ এবং পিক্সেল ৩এ এক্সএল উন্মোচন করা হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 01:02 PM
Updated : 16 April 2019, 01:02 PM

প্রতিষ্ঠানের নতুন টিজারে বলা হয়েছে, “পিক্সেলের জগতে বড় কিছু আসছে।”

আগের কয়েক মাস ধরেই নতুন ডিভাইস দু’টির নানা তথ্য এবং ছবি ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল ডিভাইসের চেয়ে কম মূল্য আনা হবে নতুন সংস্করণ দু’টি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

বলা হচ্ছে, নতুন ডিভাইসগুলোতেও ফ্ল্যাগশিপের মতো একই ক্যামেরা রাখা হবে। কিন্তু তৈরির মান, পর্দার রেজুলিউশান এবং প্রসেসিং ক্ষমতা কম হবে।

সম্প্রতি ফোল্ডএবল স্মার্টফোনেও গুগলের আগ্রহের কথা জানা গেছে। পেটেন্ট আবেদনে ধরা পড়েছে ফোল্ডএবল পর্দার নকশা। এবার আই/ও ডেভেলপার সম্মেলনে ফোল্ডএবল ফোন নিয়েও ঘোষণা আসতে পারে।