শীঘ্রই নতুন এক্সবক্স আনতে পারে মাইক্রোসফট

কয়েক মাস ধরে গুজবের পর এবার নতুন এক্সবক্স উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 03:06 PM
Updated : 15 April 2019, 03:06 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারই নতুন এক্সবক্স উন্মোচন করবে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, নতুন এই কনসোলটি হবে 'এক্সবক্স ওয়ান এস অল-ডিজিটাল এডিশন'।

প্রতিবেদন অনুসারে, বর্তমান এক্সবক্স ওয়ান এস-এর মতো একই নকশা থাকবে নতুন কনসোলে। কিন্তু এতে থাকবে না ডিস্ক ড্রাইভ বা ইজেক্ট বাটন।

ডিস্ক সমর্থন না থাকায়, এক্সবক্স ওয়ানের গেইম ডিস্ক, ডিভিডি বা ব্লু-রে চলবে না এই কনসোলে। শুধু ডিজিটাল গেইম চলবে ডিভাইসটিতে। এ কারণেই সংস্বকরণটির নাম রাখা হচ্ছে 'অল ডিজিটাল'।

উন্মোচনের আগেই নতুন এই কনসোলটির ছবি এবং বিস্তারিত তথ্য পোস্ট করেছে উইনফিউচার।

বলা হচ্ছে, এক টেরাবাইট হার্ড ড্রাইভের এই কনসোলটি ৪কে ইউএইচডি ভিডিও প্লেব্যাক এবং হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) ভিডিও সমর্থন করবে।

নতুন এই এক্সবক্স ওয়ান এস অল-ডিজিটাল এডিশন-এর বাজার মূল্য হবে ১৯৯ ব্রিটিশ পাউন্ড, যা বর্তমান এক্সবক্স ওয়ান এস-এর চেয়ে কম। এক্সবক্স ওয়ান এস-এর বাজার মূল্য ২৪৯.৯৯ ব্রিটিশ পাউন্ড।

১৬ তারিখ নতুন এই কনসোলটি উন্মোচন করা হবে কিনা সে বিষয়ে অবশ্য এখন পর্যন্ত মুখ খোলেনি মাইক্রোসফট।