‘ডিস্ক-লেস’ এক্সবক্স আনতে পারে মাইক্রোসফট

ডিস্ক-লেস নতুন গেইমিং কনসোল আনতে পারে মাইক্রোসফট। ‘এক্সবক্স ওয়ান এস অল-ডিজিটাল’ নামে আসতে পারে এই কনসোলটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 03:46 PM
Updated : 31 March 2019, 03:46 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসের মাঝামাঝি উন্মোচন করা হতে পারে ডিস্ক-লেস এই গেইমিং কনসোলটি। আর ৭মে বাজারে আসতে পারে ডিভাইসটি।

প্রতিবেদন অনুসারে, বর্তমান এক্সবক্স ওয়ান এস-এর মতো একই নকশা থাকবে নতুন কনসোলে। কিন্তু এতে থাকবে না ডিস্ক ড্রাইভ বা ইজেক্ট বাটন।

এক টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ স্টোরেজ রাখা হতে পারে কনসোলটিতে। ফোরজা হরাইজন ৩, সি অফ থিভস এবং মাইনক্রাফট গেইমগুলো এতে প্রি-ইনস্টলড থাকবে এমনটাও বলা হচ্ছে। তবে গেইমগুলো মাইক্রোসফটের গেইম পাস নিবন্ধন সেবার সঙ্গে দেওয়া হবে কিনা তা নিশ্চিতভাবে বলা হয়নি।

নতুন কনসোলটির বাজার মূল্য কতো হবে তা নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে, ডিস্ক-লেস হওয়ায় অন্যান্য এক্সবক্স কনসোলের চেয়ে এটির দাম কিছুটা কমই রাখা হতে পারে।

কনসোলটি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট।