৫০০ পেটেন্ট দান করলো মাইক্রোসফট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2019 01:21 AM BdST Updated: 31 Mar 2019 01:21 AM BdST
-
ছবি- রয়টার্স
অলাভজনক সংস্থা ‘লাইসেন্স অন ট্রান্সফার’ (এলওটি) নেটওয়ার্কের আওতাভুক্ত স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলোকে ৫০০ পেটেন্ট দান করতে যাচ্ছে মাইক্রোসফট। ‘অ্যাজিউর আইপি অ্যাডভান্টেজ’ প্রকল্পের পরিধি বাড়ানোর লক্ষ্যেই পেটেন্টগুলো দান করা হচ্ছে।
২০১৮ সালে চালু হয় ‘অ্যাজিউর আইপি অ্যাডভান্টেজ’ প্রকল্প। পেটেন্ট ট্রল থেকে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সেবা অ্যাজিউর গ্রাহকদের রক্ষা করতেই এই প্রকল্প চালু করা হয়।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, এলওটি নেটওয়ার্কও প্রতিষ্ঠানগুলোকে পেটেন্ট ট্রল থেকে সুরক্ষা দেয়। প্রায় ৪০০ সদস্য প্রতিষ্ঠানের পেটেন্ট লাইব্রেরির অ্যাকসেস দিয়ে এটি করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেইসবুক, গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স এবং উবারের মতো প্রতিষ্ঠান।
মাইক্রোসফটে কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি জেনারেল কাউন্সেল এরিক অ্যান্ডারসেন বলেন, “আমরা এলওটি নেটওয়ার্কের স্টার্টআপ সংখ্যা বাড়াতে সহায়তা করতে চাই এবং এতে অংশ নিতে আমরা এই পেটেন্টগুলো দান করছি।”
পেটেন্টগুলো একেবারেই বিনামূল্যে দিচ্ছে না মাইক্রোসফট। কোনো স্টার্টআপ এলওটি নেটওয়ার্কের মাধ্যমে মাইক্রোসফটের পেটেন্ট ব্যবহার করতে চাইলে মাসে অন্তত অ্যাজিউর ক্লাউডে এক হাজার মার্কিন ডলার খরচ করতে হবে স্টার্টআপ প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠানের শেষ তিন মাসের অ্যাজিউর বিল দেখবে মাইক্রোসফট।
স্টার্টআপ সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সংগ্রহ থেকে সর্বোচ্চ তিনটি পেটেন্ট দিতে পারবে এলওটি নেটওয়ার্ক।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি