অগ্নিনির্বাপক ফুলদানি আনলো স্যামসাং

ঘর সাজানোর পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা হিসেবে কাজ করবে এমন ফুলদানি বানিয়েছে স্যামসাং মালিকানাধীন প্রতিষ্ঠান চেইল ওয়ার্ল্ডওয়াইড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2019, 01:27 PM
Updated : 29 March 2019, 04:42 PM

নতুন এই ফুলদানিতে রাখা হয়েছে দুইটি আলাদা চেম্বার। ফুলদানির ভেতরের চেম্বারে থাকবে ফুলের জন্য পানি। আর বাইরের চেম্বারটিতে রয়েছে পটাশিয়াম কার্বোনেট। ফুলদানি ভাঙ্গা হলে এটি দ্রুত ঠাণ্ডা হয়ে অক্সিজেনকে টেনে নয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

দক্ষিণ কোরিয়ায় বাসাবাড়িতে অগ্নিনির্বাপক ব্যবস্থার ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে প্রথমে এ ধরনের এক লাখ ফুলদানি বানানো হয়েছে।

২০১৭ সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রতিটি বাড়িতে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হলেও এখনও ৪০ শতাংশেরও বেশি বাড়িতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই।

প্রচারণা সফল হওয়ায় এ ধরনের আরও দুই লাখ অগ্নিনির্বাপক ফুলদানি বানাতে কাজ করছে চেইল ওয়ার্ল্ডওয়াইড। প্রচারণা চালানোর পর দক্ষিণ কোরিয়ার বাড়িতে অগ্নিনির্বাপক ব্যবস্থার ব্যবহার বেড়েছে প্রায় আট শতাংশ।