আবারও শিয়াওমির ফোল্ডএবল ফোনের ভিডিও টিজার

ফোল্ডএবল স্মার্টফোনের নতুন আরেকটি টিজার ভিডিও প্রকাশ করেছে শিয়াওমি। ভিডিওতে দেখা গেছে ট্যাবলেট মোডে ডিভাইসটির চারপাশে রয়েছে চিকন বেজেল। আর ডিভাইসটির পর্দা ভাঁজ হয় দুইপাশে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2019, 11:16 AM
Updated : 29 March 2019, 11:16 AM

ইতোমধ্যেই ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং এবং হুয়াওয়ে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ভেতরের দিকে এবং হুয়াওয়ে মেইট এক্স বাইরের দিকে একটি ভাঁজ করা যায়। শিয়াওমির ফোল্ডএবল ফোনটি ভাঁজ হয় বাইরের দিকে দুইবার-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

পর্দা বাইরের দিকে ভাঁজ হওয়ায় এতে দাগ পড়ার আশঙ্কাও বেশি।

নতুন টিজার ভিডিওতে ট্যাবলেট থেকে স্মার্টফোন মোডে রূপান্তর অনেক মসৃন মনে হয়েছে। বাহ্যিকভাবে ভাঁজ করার সঙ্গে পর্দায় অ্যানিমেশনেও ছিল মসৃন।

দুই দিকে ভাঁজ করা গেলেও স্মার্টফোন মোডে ডিভাইসটি বেশ চওড়া এবং মোটা।

ফোল্ডএবল স্মার্টফোনটি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি শিয়াওমি। ডিভাইসটি কবে নাগাদ উন্মোচন করা হতে পারে বা এর বাজার মূল্য কতো হবে তাও জানানো হয়নি।