সাইবার হামলার শিকার অ্যালুমিনিয়াম পণ্য নির্মাতা

সাইবার হামলার শিকার হয়েছে নরওয়ের অ্যালুমিনিয়াম পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইড্রো।  এতে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি নরওয়েজিয়ান ক্রোনার বা ২.৫৬ কোটি ব্রিটিশ পাউন্ড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2019, 05:02 PM
Updated : 27 March 2019, 05:10 PM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আগের সপ্তাহেই ম্যালওয়্যার আক্রান্ত হয় প্রতিষ্ঠানের সিস্টেম। ৪০টি দেশে ৩৫ হাজার কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।

আক্রান্ত ব্যবস্থাগুলো ধীরে ধীরে ঠিক করা হচ্ছে বলে জানিয়েছে হাইড্রো। প্রাথমিক ধারণামতে ৩০ থেকে ৩৫ কোটি নরওয়েজিয়ান ক্রোনারের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।

প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় এই ম্যালওয়্যার কোথা থেকে এসেছে তা এখনও জানায়নি হাইড্রো।

ম্যালওয়্যারের কারণে বেশিরভাগ ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানের ‘এক্সট্রুডেড সলিউশনস’ বিভাগে। অ্যালুমিনিয়াম ব্যবহার করে ভবন কাঠামোর সম্মুখভাগ তৈরি করে থাকে এই বিভাগটি।

সার্বিকভাবে এই বিভাগের উৎপাদন ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। আর দরজা ও জানালা প্রস্তুতকারক একটি বিভাগের উৎপাদন পুরোপুরো বন্ধ বলে রয়েছে জানানো হয়।

অনেক কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলো ম্যানুয়ালি পরিচালনা করছে হাইড্রো।

ক্ষতির সম্মুখীন হলেও স্বচ্ছতার জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

“আমার দেখা মতে, এধরনের ঘটনায় সবচেয়ে ভালোভাবে প্রতিক্রিয়া উপস্থাপনকারী প্রতিষ্ঠান হলো হাইড্রো,” বলেন কেভিন ব্যোমন্ট।