এবার স্বচালিত শাটল পরীক্ষা নিউ ইয়র্কে

চলতি বছরের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে স্বচালিত শাটল সেবার পরীক্ষা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 09:12 AM
Updated : 25 March 2019, 09:12 AM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের ইস্ট রিভারের পাশে ব্রুকলিন নেভি ইয়ার্ডের প্রাইভেট রাস্তাগুলোয় পরীক্ষা চালাবে বস্টনভিত্তিক স্টার্ট-আপ অপটিমাস রাইড। শাটলের মাধ্যমে বিশাল সাইটটিতে চলাফেরা করতে পারবেন কর্মীরা।

কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা চলছে স্বচালিত গাড়ির। অনেক জায়গায়ই দুর্ঘটনায় পড়েছে গাড়িগুলো এবং নীতি নির্ধারকরা কিছু কিছু ক্ষেত্রে এর পরীক্ষা বাতিলও করেছে।

এবার নিউ ইয়র্ক যাত্রা শুরু করতে যাচ্ছে স্বচালিত শাটল সেবা। কিন্তু প্রাথমিকভাবে কতো সংখ্যক শাটল নামানো হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “পরীক্ষার সময় ধরে ব্রুকলিন নেভি ইয়ার্ড এবং প্যারাডাইজ ভ্যালিতে শাটলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হবে।”

শাটলগুলো ঘন্টায় ২৫ মাইল বেগে চলাচল করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগের চেয়ে এখন অনেক বেশি দেশ এবং শহরই স্বচালিত যানের পরীক্ষায় সবুজ সংকেত দিচ্ছে।

ইতোমধ্যে স্বচালিত শাটল সেবা পরিচালনা করছে সুইস পোস্ট অফিস। এছাড়া ক্যাম্পাসে শাটল চালু করেছে সিঙ্গাপুরের নায়াং টেকনোলজি ইউনিভার্সিটি। অন্যান্য অঞ্চলেও পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে সিঙ্গাপুর।