এবার নতুন এয়ারপডস আনলো অ্যাপল

২৫ মার্চ ইভেন্টের আগেই একে একে ওয়েবসাইটে পণ্য আপডেট করছে অ্যাপল। আইপ্যাড, আইম্যাক প্রো এবং আইম্যাকের পর নতুন এয়ারপডস উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 10:49 AM
Updated : 22 March 2019, 10:49 AM

নতুন এয়ারপডসের চার্জিং কেইসের জন্য দুইটি মডেল আনা হয়েছে। এর মধ্যে একটি স্ট্যান্ডার্ড কেইস এবং অন্যটি ওয়্যারলেস চার্জিং কেইস-- খবর রয়টার্সের।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, স্ট্যান্ডার্ড কেইসের আপডেটেড এয়ারপডস-এর বাজার মূল্য হবে ১৫৯ মার্কিন ডলার। আর ওয়্যারলেস চার্জিং কেইসের এয়ারপডস-এর দাম বলা হয়েছে ১৯৯ ডলার।

হেডফোনের জন্য অ্যাপলের বিশেষ চিপ এইচ১ ব্যবহার করা হয়েছে নতুন এয়ারপডসে। এই চিপের কারণে এয়ারবাড স্পর্শ না করেই ‘হেই সিরি’ কমান্ড দিয়ে এআই অ্যাসিস্টেন্ট সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহক।

নতুন এই ফিচারের মাধ্যমে ফোন পকেটে রেখেই গান পরিবর্তন, কল করা এবং ভলিউম কমবেশি করতে পারবেন গ্রাহক।

বিশ্বজুড়ে অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার বলেন, “নতুন এয়ারপডসের মাধ্যমে বিশ্বের সবচয়ে ভালো হেডফোনটি আরও ভালো হয়েছে। অ্যাপলের নকশা করা এইচ১ চিপের কারণে বাড়তি টক টাইম, দ্রুত সংযোগ এবং হাত ছাড়াই ‘হেই সিরি’ ব্যবহার করা যাবে এবং এতে যোগ হয়েছে নতুন ওয়্যারলেস ব্যাটারি কেইস।”

চলতি বছরের বসন্তে অ্যাপল অনুমোদিত বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপডেটেড এয়ারপডসটি কেনা যাবে বলে জানানো হয়েছে।