১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সমর্থন করে কোয়ালকম চিপ

প্রতিষ্ঠানের কিছু প্রসেসর ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সমর্থন করে বলে দাবি করেছে কোয়ালকম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2019, 09:41 AM
Updated : 12 March 2019, 09:41 AM

স্ন্যাপড্রাগন সিরিজের ৮৫৫, ৮৪৫, ৭১০, ৬৭৫ এবং ৬৭০-এর মতো প্রসেসরগুলো একটি ক্যামেরা মডিউলে ১৯২ পিক্সেল সমর্থন করে বলে জানিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস।

গুগল ক্যামেরা অ্যাপের পোর্ট বা নন-পিক্সেল ডিভাইসের প্রযুক্তি নিয়ে কাজ করা ডেভেলপাররা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হবেন বলেই ধারণা করা হচ্ছে। আর নির্মাতাদের দিক থেকে প্রসেসরের ক্ষমতা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের বিষয়টি স্বাগত জানানোর মতো পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

কোয়ালকমের নতুন স্পেসিফিকেশন শিটে সিঙ্গল এবং ডুয়াল ক্যামেরার ক্ষমতা আরও ভালোভাবে বোঝানো হয়েছে। এছাড়া স্লো-মোশন রেকর্ডিং সীমা এবং হাইব্রিড অটোফোকাসের মতো ফিচারগুলোও বর্ণনা করা হয়েছে স্পষ্টভাবে।

কোয়ালকমের ওয়েবসাইটে মোবাইল প্ল্যাটফর্মগুলোর জন্য আপডেটেড স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

প্রসেসরের বিস্তারিত তথ্য কিছু গ্রাহকের কৌতুহল মেটানোর পাশাপাশি গুগল ক্যামেরা পোর্ট ডেভেলপারদের জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরচালিত শিয়াওমির নতুন রেডমি নোট ৭ কীভাবে ৪৮ মেগাপিক্সেল সেন্সর সমর্থন করে তারও ব্যাখ্যা পাওয়া যাবে এর মাধ্যমে।