ফক্সকনের গাফিলতি, আদালতে মাইক্রোসফট

ফক্সকনের মূল প্রতিষ্ঠান হন হাইয়ের বিরুদ্ধে মামলা করেছে মাইক্রোসফট। ২০১৩ সালের পেটেন্ট-লাইসেন্সিং চুক্তি অমান্য করায় এই মামলা করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2019, 05:47 PM
Updated : 10 March 2019, 05:47 PM

মামলায় মাইক্রোসফট দাবি করেছে, নির্দিষ্ট কিছু পণ্যের জন্য বছরে দুইবার রয়ালটি প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে ফক্সকন এবং রয়ালটির অর্থও দেওয়া হয়নি সময় মতো-- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

সুদসহ রয়ালটির অর্থ প্রদান এবং হন হাইয়ের নথি ও অ্যাটর্নি ফি দেওয়ার দাবি করা হয়েছে মামলায়।

২০১৭ সালে ডেলইট নামের তৃতীয় পক্ষের মাধ্যমে নীরিক্ষার জন্য রাজী হয় ফক্সকন। কিন্তু এর জন্য নথি চাওয়া হলে তা দেয়নি প্রতিষ্ঠানটি।

ঠিক কোন পণ্যগুলোর জন্য চুক্তি ভঙ্গ হয়েছে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। ২০১৩ সালে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছিল অ্যান্ড্রয়েড এবং ক্রোমওএস ডিভাইসের জন্য হন হাইয়ের সঙ্গে পেটেন্ট চুক্তি করা হয়েছে।

সিএনবিসিকে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, “মাইক্রোসফট তাদের নিজস্ব চুক্তির অঙ্গীকারগুলো গুরুত্বের সঙ্গে নেয় এবং আমরা আশা করি অন্যান্য প্রতিষ্ঠানও তা করবে।”