পিএস ভিটা’র ইতি টানছে সনি

আনুষ্ঠানিকভাবে গেইমিং কনসোল পিএস ভিটা’র ইতি টানতে যাচ্ছে সনি। এই সিরিজের সবশেষ দুই মডেলের উৎপাদন বন্ধ করার ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 05:12 PM
Updated : 3 March 2019, 05:12 PM

২০১১ সালে উন্মোচন করা হয় হাতে ধরাযায় এমন পোর্টেবল গেইমিং কনসোলটি। কিন্তু স্মার্টফোন অ্যাপের চাপে খুব বেশি জনপ্রিয়তা পায়নি ডিভাইসটি।

শুরু থেকে এযাবৎ মাত্র ১.৬১ কোটি ইউনিট বিক্রি হয়েছে ডিভাইসটির-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নিনটেনডো সুইচ কনসোলের মতোই সনির পোর্টেবল গেইমিং কনসোল হলো পিএস ভিটা। শুরুতে বাজারে সাড়া জাগালেও ধীরে ধীরে স্মার্টফোন অ্যাপ ও গেইমের কাছে প্রতিযোগিতায় সুবিধা করতে পারেনি ডিভাইসটি।

২০১৯ সালেই কনসোলটির উৎপাদন বন্ধ করা হবে বলে জানিয়েছে সনি। ভবিষ্যতে ডিভাইসটির নতুন কোনো সংস্করণও আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের ৩১ মার্চ শেষ হতে চলা ২০১৮ অর্থ বছরেই কনসোলটির জন্য গেইম কার্ড বানানো বন্ধ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।