আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এক্সেল মোবাইল অ্যাপে নতুন ফিচার যোগ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে প্রিন্ট করা ডেটা টেবিলের ছবি তুলে তা এক্সেল অ্যাপে এডিট করতে পারবেন গ্রাহক।
Published : 02 Mar 2019, 09:47 PM
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড এক্সেল অ্যাপে আনা হচ্ছে ফিচারটি। তবে, শীঘ্রই আইওএস ডিভাইসের জন্যও আনা হবে এটি।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ফিচারটিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ছবি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে প্রিন্টেড কপি থেকে ডেটা ইনপুট নেওয়া হয় এতে।
আপাতত মাইক্রোসফট ৩৬৫ গ্রাহকরাই শুধু ব্যবহার করতে পারবেন ফিচারটি।
এক্সেল-এ এআই-চালিত ফিচারটির পাশাপাশি অথেনটিকেটর অ্যাপে মাইক্রোসফট অ্যাকাউন্ট নিরাপত্তা ব্যবস্থা আনছে প্রতিষ্ঠানটি। আউটলুক ডটকমের মতো ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন বা অন্য কোনো ঝুঁকি দেখা গেলে সতর্ক করে থাকে নিরাপত্তা ফিচারটি।
ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্য উন্মুক্ত করা হয়েছে নিরাপত্তা ফিচারটি।