প্রথমবারের মতো ভোডাফোন নেটওয়ার্কে ৫জি ফোন

প্রথমবারের মতো নেটওয়ার্কে ৫জি স্মার্টফোন যুক্ত করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোন। ৫জি নেটওয়ার্কের পরীক্ষা সফল হয়েছে বলে বুধবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 06:25 PM
Updated : 20 Feb 2019, 06:25 PM

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ দিকে কিছু ইউরোপিয়ান শহরে ৫জি চালুর পরিকল্পনা রয়েছে ভোডাফোনের।

বুধবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার সময় স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় আল্ট্রা-হাই-রেজুলিউশানের ৪কে ভিডিও কল করা হয়েছে। বর্তমান ৪জি প্রযুক্তির চেয়ে এর গতি ১০ গুণ বেশি।

ধারণা করা হচ্ছে ২০২০ সালে বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে চালু করা হবে ৫জি নেটওয়ার্ক। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশ ইতোমধ্যেই স্বল্প পরিসরে এই প্রযুক্তি চালু করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগত বা বাণিজ্যিক নেটওয়ার্কে ব্যবহার করা হতে পারে ৫জি প্রযুক্তি। সাধারণ গ্রাহকের জন্য এই প্রযুক্তি আরও পরে আসবে বলে ধারণা করা হচ্ছে।