স্যামসাংয়ের নতুন ফোনের নাম ‘গ্যালাক্সি ফোল্ড’

বুধবার স্পেনের বার্সেলোনায় নতুন ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে পারে স্যামসাং। ডিভাইসটির নাম হতে পারে ‘গ্যালাক্সি ফোল্ড’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 06:22 PM
Updated : 20 Feb 2019, 06:22 PM

বেশ কিছুদিন ধরেই ফোল্ডএবল এই স্মার্টফোন নিয়ে নানা গুজব শোনা গেছে। ডিভাইসটির টিজার ভিডিও এবং বেশ কিছু ছবিও দেখা গেছে অনলাইনে। নানা সময়ে ডিভাইসটির বিভিন্ন তথ্যও এসেছে সামনে।

নতুন এই ডিভাইসটির নাম কী হবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। এবার ডিভাইসটির নাম জানিয়েছেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার। ব্লাস জানিয়েছেন নতুন এই ডিভাইসটির নাম হবে ‘গ্যালাক্সি ফোল্ড’--  খবর প্রযুক্তি সাইট ভার্জের।

২০১৯ সালের শুরু থেকেই গ্যালাক্সি এস১০-এর তথ্য ফাঁস করে আসছেন ব্লাস।

এর মধ্যে মঙ্গলবার নরওয়েতে ফাঁস হয়েছে স্যামসাংয়ের ফোল্ডএবল স্মার্টফোনের টিভি বিজ্ঞাপন।

বুধবারের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ডিভাইসের সঙ্গে গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি ইয়ারবাডস উন্মোচন করতে পারে স্যামসাং।