“এ বছরই আসছে পুরোপুরি স্বচালিত টেসলা”
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019 04:53 PM BdST Updated: 20 Feb 2019 04:53 PM BdST
-
ছবি- রয়টার্স
চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি স্বচালিত টেসলা গাড়ি প্রস্তুত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক।
টেসলা প্রধান আরও বলেন, ২০২০ সালের শেষ দিকে গাড়ির স্বচালনা ফিচার এতটাই কার্যকর হবে যে, কেউ চাইলে চালকের আসনে বসে ঘুমাতেও পারবেন। আর গাড়িটি নিজে থেকেই চালককে তার গন্তব্যে পৌঁছে দেবে-- খবর আইএএনএস-এর।
“আমি মনে করি আমরা এ বছরের মধ্যেই পুরোপুরো স্বচালনা ফিচার প্রস্তুত করতে পারবো, তার মানে গাড়িটি আপনাকে পার্কিং লটে খুঁজে বের করতে পারবে, গাড়িতে ওঠাতে পারবে, আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে” বলেন মাস্ক।
টেসলা প্রধান আরও বলেন, “আমি এ ব্যাপারে নিশ্চিত। এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই।”
টেসলার পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের অক্টোবর থেকে প্রস্তুত করা সব গাড়িতে স্বচালনা ফিচারের জন্য সব হার্ডওয়্যার রয়েছে।
২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত পুরো স্বচালিত গাড়ির ফিচারের জন্য গ্রাহক বাড়তি তিন হাজার মার্কিন ডলার মূল্যও দিয়েছেন। সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটি আনলক করা হবে বলে অঙ্গীকার করেছে টেসলা।
২০১৭ সালের জানুয়ারি মাসে মাস্ক বলেন্, তিন থেকে ছয় মাসের মধ্যে স্বচালিত গাড়ির কিছু ফিচার চালু করা হবে। কিন্তু পরবর্তীতে তেমনটা দেখা যায়নি।
বুধবার এক সাক্ষাৎকারে পুরোপুরি স্বচালিত গাড়ি নিয়ে ঘোষণা দেওয়ার সময় মাস্ক আরও বলেন, ২০২০ সালের মধ্য পুরো স্বচালিত ব্যবস্থায় চালক তার আসনে ঘুমাতে পারবেন এবং গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে তাকে গন্তব্যে পৌঁছে দেবে।
এমনটা না হওয়া পর্যযন্ত চালককে এই প্রযুক্তিতে নজর রাখতে হবে এবং কোনো কিছু ভুল হলে চালককে গাড়ির নিয়ন্ত্রণ নিতে হবে।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত