চীনা প্রতিষ্ঠান অপো-এর পর ব্লু-রে প্লেয়ার বানানো বন্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।
Published : 16 Feb 2019, 11:11 PM
এর আগে এক প্রতিবেদনে স্যামসাংয়ের পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়েছিল, তারা আর ৪কে প্লেয়ার বানাবে না। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি নতুন ১০৮০ পিক্সেলের মডেল তৈরিও বন্ধ রেখেছে।
প্রযুক্তি সাইট সিনেটকে স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, "স্যামসাং যুক্তরাষ্ট্রের বাজারে আর কোনো ৪কে প্লেয়ার মডেল বা নতুন কোনো ব্লু-রে প্লেয়ার আনবে না।"
স্যামসাং সর্বশেষ ৪কে প্লেয়ার আনে ২০১৭ সালে। এরপর ২০১৮ সালে এই সিরিজে আর কোনো নতুন মডেল যোগ করেনি প্রতিষ্ঠানটি।
ইউবিডি-এম৯৫০০ নামের একটি মডেলের সঙ্গে ২০১৯ সালে নতুন একটি মডেল আনার কাজ চলছিল। কিন্তু এটিও এখন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস।
এই খাত থেকে সরে আসার পেছনে অন্যতম কারণ হতে পারে ৪কে প্লেয়ার-এর ফরম্যাট সাপোর্ট এখন অনেক পিছিয়ে পড়েছে। যেমন, ডলবি ভিশন-কে সমর্থন দেওয়ার জায়গায় স্যামসাং এইচডিআর১০+ নামে নিজস্ব এইচডিআর ১০ বানিয়েছে।
অন্যদিকে এইচডিআর১০ এবং ডলবি ভিশন সমর্থনকারি প্রথম প্রতিষ্ঠান হলো অপো। ২০১৮ সালের এপ্রিল মাসে ৪কে ব্লু-রে প্লেয়ার বন্ধের ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠানটিও।