অ্যাপলের পকেটে আরেকটি এআই স্টার্টআপ

বিভিন্ন প্রতিষ্ঠানকে কথপোকথন চালানোর মতো ভয়েস অ্যাপ বানাতে সহায়তা দেয় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) স্টার্টআপ পুলস্ট্রিং। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটিকে কিনে নিয়েছে  অ্যাপল -- খবর  প্রযুক্তি সাইট ভার্জের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 08:36 AM
Updated : 16 Feb 2019, 08:36 AM

২০১১ সালে সাবেক পিক্সার কর্মীরা মিলে প্রতিষ্ঠা করে এআই স্টার্টআপ প্রতিষ্ঠানটি। পুলস্ট্রিং প্রধান ওরেন জ্যাকব ছিলেন পিক্সারের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা।

অ্যামাজনের অ্যালেক্সা প্ল্যাটফর্ম এবং গুগল অ্যাসিস্টেন্ট অ্যাপ বানাতেও কাজ করেছে পুলস্ট্রিং।

প্রযুক্তি খাতে পুলস্ট্রিং বেশি পরিচিত ম্যাটওয়েলের তৈরি কথা বলতে পারা ‘হ্যালো বারবি’-এর মতো জনপ্রিয় খেলনায় ব্যবহৃত কণ্ঠ ব্যবস্থার সফটওয়্যারের জন্য।

প্রতিষ্ঠানটি কিনতে অ্যাপল কী পরিমাণ মূল্য দিচ্ছে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, মূল্য ১০ কোটি মার্কিন ডলারের বেশি নয়, যা পুলস্ট্রিং ভেনচার ক্যাপিটাল তহবিলে সংগ্রহ করা ৪.৪০ কোটি ডলারের চেয়ে অনেক বেশি।

এআই অ্যাসিস্টেন্ট দৌড়ে অ্যামাজন অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্ট থেকে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে অ্যাপলের সিরি। ধারণা করা হচ্ছে পুলস্ট্রিংয়ের মাধ্যমে সিরির দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই কাজ করবে অ্যাপল।