নতুন আইফোনেও থাকছে ইউএসবি-সি

২০১৯ সালের নতুন আইফোন মডেলগুলোতেও আগের লাইটিনিং পোর্ট রাখতে পারে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 11:24 AM
Updated : 12 Feb 2019, 11:24 AM

এর আগে বেশ কিছু প্রতিবেদনে জানানো হয়, এ বছরের আইফোনের কিছু সংস্করণে ইউএসবি-সি কানেক্টর নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। কিন্তু এবার সে সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকোটাকারা। আগের বছর আইপ্যাড প্রো মডেলে ইউএসবি-সি সংযুক্তি বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল সাইটটি।

ম্যাকোটাকারা’র বরাত দিয়ে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, আবারও আগের মতো পাঁচ ওয়াটের ইউএসবি-এ চার্জার থাকবে আইফোন বাক্সে। ফলে গ্রাহক যদি তার এক হাজার মার্কিন ডলারের আইফোনে ফাস্ট চার্জিং সুবিধা পেতে চান তবে আলাদাভাবে ইউএসবি-সি থেকে লাইটিনিং কেবল এবং ফাস্ট চার্জার কিনতে হবে।

আইফোনে লাইটিনিং পোর্ট রাখার বিষয়টিতে তেমন আশ্চর্য হওয়ার কিছু নেই। আইপ্যাড প্রো-তে ইউএসবি-সি পোর্ট আনা হলেও আইফোনে খুব শীঘ্রই এর ব্যবহার দেখা যাবে না।

আইপ্যাড প্রো-তে ইউএসবি-সি আনা হয়েছে কারণ এটিকে ল্যাপটপের বিকল্প ডিভাইস বানানোর লক্ষ্যে এগোচ্ছে অ্যাপল। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাবে এতে।