এক মৃত্যুতে স্থবির কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি

কানাডার সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি কোয়াডরিগা প্রতিষ্ঠাতার আকস্মিক মৃত্যুতে আটকে গেছে প্রায় ১৮ কোটি কানাডিয়ান ডলার মূল্যের কয়েন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 12:23 PM
Updated : 5 Feb 2019, 12:23 PM

গত ডিসেম্বরে মারা যান প্রতিষ্ঠাতা জেরাল্ড কোটেন। এরপর থেকেই তার তত্ত্বাবধানে থাকা ক্রিপ্টোকারেন্সিগুলোর অবস্থান জানতে পারছে না কোয়াডরিগা কর্তৃপক্ষ। ফলে সেগুলো সুরক্ষিতও করা যাচ্ছে না বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

১৮ কোটি কানাডিয়ান ডলার মূল্যের কয়েন ও তহবিলের পুরো দায়িত্বে ছিলেন ৩০ বছর বয়সী কোটেন।

৩১ জানুয়ারি নোভা স্কশিয়া সুপ্রিম কোর্টে দেওয়া এক নথিতে কোটেনের স্ত্রী জেনিফার রবার্টসন বলেন, “কোটেন যে ল্যাপটপে প্রতিষ্ঠানের ব্যবসা চালাতো সেটি এনক্রিপ্টেড এবং আমি তার পাসওয়ার্ড বা রিকাভারি কি জানি না।”

“বারবার ভালোমতো খোঁজ করেও আমি সেগুলো কোথাও লেখা দেখিনি।”

কোটেনের কম্পিউটার ও ফোন থেকে তথ্য বের করতে একজন তদন্তকারী নিয়োগ দিয়েছে কোয়াডরিগা। কিন্তু এখন পর্যন্ত সামান্য কিছু কয়েন বের করতে পেরেছেন তিনি।

আদালতের নথিতে আরও বলা হয়, কিছু ক্রিপ্টোকারেন্সি অন্য এক্সচেঞ্জে নিরাপদে রাখা যায় কি-না সেটিও তদন্ত করে দেখছে কোয়াডরিগা কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, কোয়াডরিগার কাছে গ্রাহকের পাওনা প্রায় ২৫ কোটি কানাডিয়ান ডলার।

আদালতের হলফনামায় বলা হয়েছে, বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি ‘কোল্ড ওয়ালেট’ বা ‘কোল্ড স্টোরেজে’ রেখেছে কোয়াডরিগা। হ্যাকিং বা চুরি ঠেকাতে এগুলো অফলাইন করা হয়েছে।

ভারতে ভ্রমণের সময় ক্রোন রোগের জটিলতায় মারা গেছেন কোটেন।