চলতি মাসেই ফোল্ডএবল স্মার্টফোন ‘আনছে’ হুয়াওয়ে

চলতি মাসেই ফোল্ডএবল স্মার্টফোন আনতে পারে হুয়াওয়ে। ২০১৯ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের নিমন্ত্রণপত্রে এমনটাই ইঙ্গিত দিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 07:51 PM
Updated : 2 Feb 2019, 07:51 PM

মোবাইল উদ্ভাবন প্রদর্শনীর জন্য সবচেয়ে বড় আয়োজন ধরা হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে। অনুষ্ঠানটিতে নতুন ফ্ল্যাগশিপের পাশাপাশি বিভিন্ন স্মার্টফোনের কনসেপ্ট উন্মোচন করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।

অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রের মাধ্যমে ইতোমধ্যেই নজর কেড়েছে হুয়াওয়ে। ২৪ ফেব্রুয়ারির ওই নিমন্ত্রণপত্রের কাভারে দেখা গেছে ফোল্ডএবল পর্দার স্মার্টফোনের নকশা-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের এক টুইট বার্তায় বলা হয়, এমডাব্লিউসি-তে #কানেক্টিংদ্যফিউচার (ভবিষ্যতের সংঙ্গে যুক্ত হতে) আমাদের সঙ্গে লাইভে আসুন। আপনারা কী অভিনব কিছু উন্মুক্ত করতে প্রস্তুত?

এর আগে প্রতিষ্ঠানের আরেকটি টুইটে বলা হয়েছিল, “এমডাব্লিউসি বিশ্বের প্রথম ৫জি ফোল্ডএবল ডিভাইস দেখবে।”

দ্রুতগতির ৫জি নেটওয়ার্ক এখনও শুরুর পর্যায়ে রয়েছে। তবে ২০১৯ সালের মধ্যেই এটি চালুর পরিকল্পনা রয়েছে। তাই ৫জি ডিভাইস আনতেও প্রতিযোগিতা করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ফোল্ডএবল স্মার্টফোনের পাশাপাশি ৫জি নিয়েও প্রতিযোগিতা করছে স্যামসাং, এলজি, হুয়াওয়েসহ অন্যান্য প্রতিষ্ঠান।