২৬টি ভিন্ন মডেলের ফোন আনছে এনার্জাইজার

চলতি বছর স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ২০১৯ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) নতুন ২৬টি মডেলের স্মার্টফোন উন্মোচন করবে ব্যাটারি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান এনার্জাইজার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 11:12 AM
Updated : 2 Feb 2019, 11:12 AM

স্মার্টফোনগুলোতে থাকবে পপ-আপ ক্যামেরা, ১৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ফোল্ডএবল পর্দার মতো ফ্ল্যাগশিপ ফিচার। তবে এই ফিচারগুলো থাকবে ভিন্ন ভিন্ন স্মার্টফোনে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

পাওয়ার ম্যাক্স, আল্টিমেট, এনার্জি এবং হার্ডকেইস সিরিজে আনা হবে নতুন স্মার্টফোনগুলো। ২৬টি মডেলের মধ্যে সবচেয়ে মোটা ডিভাইসটি হবে এনার্জি ও হার্ডকেইস সিরিজের ফিচার ফোন। পাওয়ার ম্যাক্স সিরিজে থাকবে ১৮০০০এমএএইচ ব্যাটারির স্মার্টফোন। আর আল্টিমেট সিরিজে থাকবে পপ-আপ ক্যামেরা ও ‘টিয়ারড্রপ’ নচ পর্দার স্মার্টফোন।

নতুন এই ডিভাইসগুলোর স্পেসিফিকেশন নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ডিভাইসগুলোতে মিডিয়াটেক হেলিও প্রসেসরের সঙ্গে চার থেকে ছয় গিগাবাইট র‍্যাম রাখা হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, আপাতত ফোল্ডএবল স্মার্টফোনটি ‘কনসেপ্ট’ ডিভাইস হিসেবে উন্মোচন করতে পারে এনার্জাইজার।

২৫ ফেব্রুয়ারি থেকে বার্সেলোনায় শুরু হতে যাচ্ছে এমডাব্লিউসি ২০১৯।