নতুন নকশায় আসছে জিমেইল মোবাইল অ্যাপ

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে নতুন নকশায় আসছে জিমেইল অ্যাপ। মঙ্গলবার থেকে ‘ম্যাটেরিয়াল থিমভিত্তিক’ এই আপডেট দিতে শুরু করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 09:59 AM
Updated : 30 Jan 2019, 09:59 AM

২০১৮ সালের এপ্রিল মাস থেকেই ওয়েব সংস্করণে এই নকশা এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এবার মোবাইল ডিভাইসে নতুন নকশা এলে পুরানো অ্যাপের ওপরে যে গাঢ় লাল বার দেখাতো সেটি থাকবে না। অ্যাপটিতে দেওয়া হয়েছে আগের চেয়ে পরিচ্ছন্ন নকশা-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন নকশায় আবারও কাস্টম গুগল সঁ ফন্ট ব্যবহার করা হয়েছে। অ্যাকাউন্ট পরিবর্তনের বাটনটি সরানো হয়েছে ওপরে ডান দিকে সার্চ বারের মধ্যে।

এখন সার্চ বারটিই হবে অ্যাপের মূল ন্যাভিগেশন বাটন। এর মধ্যেই বসানো হয়েছে হ্যামবার্গার মেনু ও অ্যাকাউন্ট সুইচার বাটন। আগের মতোই ‘ফ্লোটিং অ্যাকশন বাটন’ রাখা হয়েছে নিচে ডান দিকে।

নতুন নকশায় নতুন কিছু ফিচারও যোগ করা হয়েছে। ইনবক্সে ইমেইলগুলোর মধ্যে জায়গা কম বেশি করতে ডিফল্ট, কমফোর্টেবল এবং কম্প্যাক্ট ভিউ আনা হয়েছে। ডিফল্ট ভিউতে বাড়তি সাদা জায়গা রাখা হয়েছে এবং ইমেইল অ্যাটাচমেন্টে সরাসরি ক্লিক করতে পারবেন গ্রাহক।

অন্যদিকে কমফোর্টেবল ভিউ অনেকটা বর্তমান জিমেইল অ্যাপের মতোই। তবে বাহ্যিক নকশায় কিছুটা পরিবর্তন দেখা যাবে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন আপডেট চালু হয়েছে এবং সামনের সপ্তাহগুলোতে আইওএস ডিভাইসে এই আপডেট দেওয়া হবে।