টুইটারে আসছে ‘সত্যিকারের’ ডার্ক মোড
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2019 06:06 PM BdST Updated: 23 Jan 2019 06:06 PM BdST
-
ছবি- রয়টার্স
টুইটারে এবার `সত্যিকারের ডার্ক মোড’ আনার কথা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি।
ধারণা কয়রা হচ্ছে, এবারের ডার্ক মোড সত্যি সত্যি ব্যাটারি খরচ কমাতে সহায়তা করবে এবং টুইটার ব্রাউজের সময় চোখের ওপর চাপ কমাবে।
এর আগেও অ্যাপটিতে ডার্ক মোড এনেছে প্রতিষ্ঠানটি। কিন্তু আগে কালো রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল। এতে একমত হয়েছেন টুইটার প্রধানও। ইতোমধ্যেই এটি ঠিক করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
বর্তমানে অনেক স্মার্টফোনেই ব্যবহার করা হচ্ছে ওলেড পর্দা। একারণেই ডার্ক মোডে এখন কালো রঙ জরুরী। পুরো কালো কোনো পিক্সেল দেখাতে দেখাতে হলে ওলেড পর্দা ওই নির্দিষ্ট পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে ব্যাটারি খরচ কমে যায়। আর রাতে টুইটার অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে চোখের ওপর চাপও কম পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তৃতীয় পক্ষের টুইটার অ্যাপগুলোতে আগেই আনা হয়েছে ডার্ক মোড। এবার সেটি পূরণ করতে যাচ্ছে টুইটারও।
২০১৬ সালে প্রথম ডার্ক মোড চালু করে টুইটার। কিন্তু সেটি সত্যিকার অর্থে ডার্ক মোড ছিল না।
স্মার্টফোনে ক্রমেই ওলেড পর্দার ব্যবহার বাড়ছে। একারণে আরও বেশি প্রতিষ্ঠান ডার্ক মোডের দিকে এগোচ্ছে।
ঠিক কবে নাগাদ টুইটারের নতুন ডার্ক মোড চালু হবে তা অবশ্য নিশ্চিত করে বলা হয়নি।
-
৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের
-
বৈদ্যুতিক বাইসাইকেল আনলো পোর্শে
-
কোডিংয়ের দিনগুলো মনে পড়ে জাকারবার্গের
-
সহিংসতার ঝুঁকি কমলেই ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলবে ইউটিউব
-
হোয়াইট হাউসের ‘নীবিড় পর্যবেক্ষণে’ মাইক্রোসফট নিরাপত্তা প্যাচ
-
ডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ
-
পেটেন্ট অমান্য করায় মোটা অঙ্কের জরিমানায় ইনটেল
-
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলছে ফেইসবুক
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)