ডিজেআই কর্মীর প্রতারণায় ক্ষতি ১৫ কোটি ডলার

কর্মীর মাধ্যমে প্রতারণার ঘটনায় ১৫ কোটি মার্কিন ডলার ক্ষতির কথা জানিয়েছে ড্রোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ডিজেআই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 07:45 PM
Updated : 22 Jan 2019, 07:45 PM

ওই ঘটনায় ইতোমধ্যেই কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয় বরখাস্ত হওয়া কর্মীর সংখ্যা হতে পারে ২৯ জন।

ডিজেআইয়ের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানের ১৪ হাজার কর্মীর মধ্যে কিছু সংখ্যক কর্মী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যন্ত্রাংশ এবং অন্যান্য উপাদানের দাম বাড়িয়েছে।

কর্মীদের বরখাস্ত করার পাশাপাশি বিষয়টি আইন শৃংখলা বাহিনীকে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর বিষয়টি অভ্যন্তরীনভাবে তদন্তও করছে তারা।

বর্তমান বিশ্বে ড্রোন তৈরির দিক থেকে শীর্ষে রয়েছে শেনজেনভিত্তিক প্রতিষ্ঠানটি। ড্রোন বাজারের ৭৫ শতাংশই রয়েছে প্রতিষ্ঠানটির দখলে।

সাধারণ গ্রাহকের জন্য ম্যাভিক ২ এবং ম্যাভিক এয়ার মডেল বিক্রির পাশাপাশি এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্যও ড্রোন আনতে ব্যাপক বিনিয়োগ করছে ডিজেআই। ১৯৯৯ মার্কিন ডলার মূল্যের বিশেষ সংস্করণের ম্যাভিক ২ ড্রোনের মতো অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহার করা হব এই ড্রোনগুলো।