উন্মুক্ত ছিল ‘প্রাইভেট’ টুইটগুলো

গ্রাহকের দেওয়া ‘প্রাইভেট’ টুইট কয়েক বছর ধরে ‘পাবলিক’ ছিল বলে সতর্ক করেছে টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 10:57 AM
Updated : 21 Jan 2019, 10:57 AM

মাইক্রোব্লগিং সাইটটির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা ত্রুটির কারণে গ্রাহক অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে তার কিছু অ্যাকাউন্ট সেটিংস বদলানোর পর ‘প্রাইভেট’ টুইটগুলো ‘পাবলিক’ হয়ে গেছে-- খবর বিবিসি’র।

২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে যেসব গ্রাহক তাদের অ্যাকাউন্টের ইমেইল আপডেট করেছেন তারা এতে ভুক্তভোগী হয়ে থাকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ত্রুটির বিষয়টি ইতোমধ্যেই গ্রাহককে জানানো হচ্ছে বলে জানিয়েছে টুইটার।

যেসব অ্যান্ড্রয়েড গ্রাহক ভুলবশত ত্রুটিপূর্ণ সেটিংসটি বন্ধ করেছেন তাদের জন্য এটি আবার চালু করা হয়েছে বলেও নিশ্চিত করেছে মাইক্রো ব্লগিং সাইটটি।

ত্রুটির বিষয়ে একটি পাবলিক নোটিশও দেওয়া হয়েছে। তবে, কতো সংখ্যক গ্রাহক এতে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে তদন্ত চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

“আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এমনটা ঘটেছে এবং পুনরায় যাতে এমনটা না ঘটে সেজন্য আমরা পুরোদমে পর্যালোচনা চালাচ্ছি।”

চলতি বছরের ১৪ জানুয়ারি ত্রুটিটি সারিয়েছে টুইটার। এ নিয়ে আর কোনো তথ্য থাকলে সেটিও জানানো হবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল ডিভাইস বা ওয়েবের মাধ্যমে যারা টুইট পোস্ট করেছেন তারা এই ত্রুটির কারণে আক্রান্ত হননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।