পিটিশন ফিচার আনলো ফেইসবুক

সোমবার নিউজ ফিডে অনলাইন পিটিশন পোস্ট ও এতে স্বাক্ষর দেওয়ার ফিচার চালু করেছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 10:53 AM
Updated : 21 Jan 2019, 10:53 AM

বেশ কয়েকটি দেশে কয়েক সপ্তাহ ধরে ‘কমিউনিটি অ্যাকশনস’ নামের এই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে পুরোদমে যাত্রা শুরু করেছে ফিচারটি-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

নতুন এই ফিচারের মাধ্যমে নিউজ ফিডে বিভিন্ন ধরনের পিটিশন চালু করতে পারবেন গ্রাহক। আর শুধু ‘সাপোর্ট’ বাটনে ক্লিক করেই এতে সমর্থন জানানো যাবে। অন্য গ্রাহক চাইলে পিটিশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগত সাক্ষ্য বা ভিডিও শেয়ার করতে পারবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাছাই করা কর্মকর্তা এবং সরকারি সংস্থাকেও ট্যাগ করা যাবে কমিউনিটি অ্যাকশনে। এর মাধ্যমে পিটিশনের বিষয়ে নোটিফিকেশন পাবেন তারা এবং এতে প্রতিক্রিয়া জানাতে পারবেন। ওই কর্মকর্তা বা সংস্থাগুলো চাইলে নিজেদের কমিউনিটি অ্যাকশনও চালু করতে পারবেন।

এ বিষয়ে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “গ্রাহকের অংশগ্রহণে একটি তথ্যবহুল নেটওয়ার্ক” তৈরির একটি বড় উদ্যোগেরই অংশ এটি।

“সমাজে পরিবর্তন আনা এবং সমাধানের জন্য নির্বাচিত কর্মকর্তা ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করারই আরেকটি পথ হলো কমিউনিটি অ্যাকশন,” যোগ করেন ওই মুখপাত্র।

এর আগে তৃতীয় পক্ষের মাধ্যমে ফেইসবুকে পিটিশন পোস্ট করতে পারতেন গ্রাহক। এবার আরও সহজে ফেইসবুকের নজরদারিতে পিটিশন চালু করা যাবে বলে ধারণা করা হচ্ছে।