৩ডি পর্দার পেটেন্ট আবেদনে স্যামসাং
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019 09:13 PM BdST Updated: 19 Jan 2019 09:13 PM BdST
-
ছবি- রয়টার্স
৩ডি পর্দার জন্য মার্কিন পেটেন্ড অ্যান্ড ট্রেডমার্ক অফিসে নতুন পেটেন্ট আবেদন করেছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, এই পর্দাটি স্মার্টফোন এবং ট্যাবলেটের সঙ্গে যোগ করতে পারবেন গ্রাহক।
এর পাশাপাসশি টিভি এবং অন্যান্য মনিটরেও ব্যবহার করা হতে পারে এই পর্দা। এতে বিভিন্ন ছবি, ভিডিও বা ৩ডি গেইম দেখতে পারবেন গ্রাহক। পেটেন্ট আবেদন থেকে এমনটাও ধারণা করা হচ্ছে যে, ৩ডি পর্দায় গ্রাহক তার স্মার্টফোনের তথ্যও দেখতে পারবেন-- খবর আইএএনএস-এর।
শুক্রবার অ্যান্ড্রয়েড হেডলাইন-এর এক প্রতিবেদনে বলা হয়, “উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো গ্রাহক কলের মধ্যে থাকেন তখন ৩ডি পর্দাটি ওই কলের ব্যক্তিকে দেখানোর পাশাপাশি স্মার্টফোন থেকে পাঠানো মিউজিক কন্ট্রোলারও দেখাতে পারে।”
৩ডি পর্দার জন্য একটি ৩ডি ইউজার ইন্টারফেইসও থাকবে বলে জানানো হয়েছে। আঙ্গুলের স্পর্শ বা স্টাইলাস দিয়ে ডিভাইসটিতে কাজ করতে পারবেন গ্রাহক।
গ্রাহক বিভিন্ন উপাদানে কেমন প্রতিক্রিয়া জানান সে ধারণা পেতে নতুন ৩ডি পর্দায় সেন্সরও রাখা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন পেটেন্ট নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৮ সালের নভেম্বরে হলোগ্রাফিক প্রযুক্তির পর্দার পেটেন্ট করেছে স্যামসাং। ভবিষ্যতে ফোল্ডএবল স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে এ ধরনের পর্দা।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে