বৈদ্যুতিক গাড়িতে জোর দিচ্ছে উবার
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2019 01:20 PM BdST Updated: 17 Jan 2019 01:20 PM BdST
-
ছবি- রয়টার্স
লন্ডনে চালকদের বৈদ্যুতিক গাড়ি কিনতে সহায়তা করছে উবার। প্রকল্পের জন্য ভাড়াও কিছুটা বাড়িয়েছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটি।
বুধবার থেকে যুক্তরাজ্যের রাজধানীতে প্রতি মাইলে ১৫ পেনি বেশি ভাড়া গুণতে হচ্ছে উবার গ্রাহকদের। ধারণা করা হচ্ছে, এই পরিকল্পনায় সামনের বছরগুলোতে ২০ কোটি ব্রিটিশ পাউন্ড জমা হবে। পরে চালকদের বৈদ্যুতিক গাড়ি কেনায় সহায়তা করতে ব্যবহার করা হবে ওই অর্থ-- খবর বিবিসি’র।
উবারের পক্ষ থেকে বলা হয়, বায়ুদূষণ কমাতে যুক্তরাজ্যের শহরগুলোতে এই প্রকল্প বিস্তৃত করতে চায় তারা। এই পরিকল্পনায় লন্ডনে নিয়মিত যাত্রায় গ্রাহককে বাড়তি গুণতে হবে ৪৫ পেনি।
লন্ডনে সপ্তাহে গড়ে ৪০ ঘন্টা অ্যাপ ব্যবহার করেন এমন গাড়ি চালকদেরকে দুই বছরের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে প্রায় তিন হাজার ব্রিটিশ পাউন্ড দেওয়া হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
লন্ডনে উবার চালক রয়েছেন প্রায় ৪৫ হাজার। ২০২১ সালের মধ্যে গাড়ি বদলাতে ২০ হাজার চালককে অর্থ সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মধ্যে সব উবার চালককে বৈদ্যুতিক গাড়িতে আনার পরিকল্পনা রয়েছে তাদের।
আগের বছর অক্টোবরে পরিকল্পনা ঘোষণার সময় উবার প্রধান দারা খোসরোশাহি বলেন, “আমাদের ২০ কোটি ব্রিটিশ পাউন্ডের ‘ক্লিন এয়ার প্ল্যান’ লন্ডনের ভবিষ্যতে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ২০২৫ সালে মধ্যে রাজধানীতে পুরোপুরিভাবে বৈদ্যুতিক গাড়ি আনার লক্ষ্য রয়েছে।”
২০১৭ সালের অক্টোবরে পুরানো, বেশি পরিবেশ দূষণকারী গাড়ির বাড়তি ১০ পাউন্ড ভাড়া যোগ করেন লন্ডনের মেয়র সাদিক খান। চলতি বছরের এপ্রিল থেকে ‘আল্ট্রা লো ইমিশন জোন’ চালু করা হবে। এর মাধ্যমে ডিজেলচালিত গাড়ির ওপর আরও কঠোর নির্গমন নীতিমালা আনা হবে।
লন্ডন মেয়রের পক্ষে এক মুখপাত্র বলেন, পরিচ্ছন্ন বায়ুর গুরুত্ব দিতে উবারের কার্যক্রম একটি ‘ইতিবাচক পদক্ষেপ’।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল