মাউসই যখন পুরো কম্পিউটার!

প্রথম যখন উন্মোচন করা হয় তখন থেকেই ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে যোগাযোগের নতুন পথ খুলে দেয় কম্পিউটার মাউস। সে কারণেই অনেকের মতে, এযাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনগুলোর মধ্যে একটি এই মাউস। এবার সেই মাউসকেই নেওয়া হয়েছে অন্য ধাপে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 10:08 AM
Updated : 16 Jan 2019, 10:08 AM

নতুন প্রজন্মের মাউস বানিয়েছেন ইউটিউবার ইলেকট্রনিক গ্রেনেড। কম্পিউটারের সঙ্গে সাধারণভাবেই কাজ করবে মাউসটি। তবে আলাদাভাবেই এটি একটি পুরোদস্তুর কম্পিউটার। মাউসটিতে রাখা হয়েছে ছোট পর্দা এবং কিবোর্ড-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ইলেকট্রনিক গ্রেনেড জানায়, ‘কম্পিউটার-মাউসটি’ একটি ৩ডি প্রিন্টেড কেইস-এর মধ্যে বানানো হয়েছে। এর মধ্যে বসানো হয়েছে রাসবেরি পাই জিরো ডাব্লিউ এবং অন্যান্য সেন্সর।

ডিভাইসটির ওপরের দিকে রাখা হয়েছে ১.৫ ইঞ্চি ওলেড পর্দা। আর পাশ দিয়ে  টেনে বের করা যায় একটি ব্লুটুথ কিবোর্ড।

পুরো ডিভাইসটি সাধারণ মাউসের তুলনায় আকারে কিছুটা বড়। কিন্তু বাস্তব একটি কম্পিউটার হিসেবে চিন্তা করলে এটি দারুণ কিছু হতে পারে।

কম্পিউটার মাউসটিতে গ্রাহক চাইলে অনেক ছোটখাট কাজই করতে পারবেন। এমনকি মাইনক্রাফট গেইমও খেলা যাবে এতে।

শীঘ্রই ডিভাইসটির ভিডিও প্রকাশ করেছে ইলেকট্রনিক গ্রেনেড। গ্রাহক চাইলে নিজের জন্য এমন একটি ‘কম্পিউটার-মাউস’ বানিয়েও নিতে পারবেন।