গ্যালাক্সি এস১০ আসছে?

পরবর্তী গ্যালাক্সি ইভেন্টের ঘোষণা দিয়েছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, এই ইভেন্টে নতুন গ্যালাক্সি এস১০ ও ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 07:18 PM
Updated : 10 Jan 2019, 07:18 PM

২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে স্যামসাং ইভেন্ট। ২০১৯ সালে গ্যালাক্সি সিরিজের ১০ম বর্ষপূর্তি করতে যাচ্ছে স্যামসাং। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও ১০ সংখ্যাটিকে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

আমন্ত্রণপত্রের ১০ সংখ্যা থেকে ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানেই নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০ উন্মোচন করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠানে উন্মোচন করা হতে পারে প্রতিষ্ঠানের প্রথম ফোল্ডএবল স্মার্টফোনও। এর আগে ডিভাইসটির এক ঝলক দেখিয়েছে স্যামসাং। এবার এটির পরিপূর্ণ সংস্করণ দেখা যেতে পারে।

কয়েকটি সংস্করণে উন্মোচন করা হতে পারে গ্যালাক্সি এস১০। এর মধ্যে একটি হতে পারে ৫জি সংস্করণ।