২০১৮ সালে টিম কুকের পকেটে ১.৫৭ কোটি ডলার

অ্যাপলের আয় বাড়ায় গত বছর বেতন ও বোনাস থেকে প্রতিষ্ঠান প্রধান টিম কুক নিজের পকেটে তুলেছেন মোট ১.৫৭ কোটি মার্কিন ডলার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 11:06 AM
Updated : 10 Jan 2019, 11:06 AM

এ বছর নিয়মিত বেতনের পাশাপাশি ১.২ কোটি মার্কিন ডলার বোনাস পেয়ছেন কুক। সেই হিসাবে তার দৈনিক আয় ছিল প্রায় ৩৩ হাজার ডলার-- খবর আইএএনএস-এর।

অ্যাপল প্রধানের নিয়মিত বেতন ৩০ লাখ মার্কিন ডলার। এর বাইরে ১.২ কোটি মার্কিন ডলার তিনি পেয়েছেন কার্যক্ষমতার পুরস্কার হিসেবে এবং অন্যান্য প্রতিদান প্যাকেজ হিসেবে আরও পেয়েছেন ৬৮২০০ ডলার। ‘অন্যান্য প্রতিদান প্যাকেজে’র মধ্যে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা সেবা এবং ব্যক্তিগত প্লেন ব্যবহারের খরচ। মঙ্গলবার ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অ্যাপলের অর্থ বছরের হিসাবে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-কে এই তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয় প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য পার করায় কুকের বেতন বাড়িয়েছে অ্যাপল। এ বছরের শেষ দিকে আইফোনের বিক্রি কমে যাওয়ায় পরবর্তীতে অবশ্য বাজার মূল্যের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

কুকের বেতনের মধ্যে রাখা হয়নি ২০১৮ সালে তার শেয়ারের পুরস্কার। এ বছর শেয়ার বাজার থেকে তিনি পেয়েছেন আরও ১২ কোটি ১০ লাখ ডলার।

এসইসি-কে দেওয়া নথিতে অ্যাপলের অন্যান্য অর্জনের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বজুড়ে তাদের সব স্থাপনায় শতভাগ নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং ২০০ কোটি আইওএস ডিভাইস বিক্রি।