উডুক্কুযান ‘দেখালো’ উবার

ভবিষ্যত প্রজন্মের উডুক্কুযানের নকশা দেখিয়েছে উবার। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ ভবিষ্যতের উডুক্কু ট্যাক্সির নকশা দেখানো হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 03:55 PM
Updated : 8 Jan 2019, 03:56 PM

আগের বছরের মে মাসেই উবার ঘোষণা করে ২০২৩ সালের মধ্যে একটি উডুক্কুযান আনার পরিকল্পনা রয়েছে তাদের, যা দেখতে হেলিকপ্টার ও বিশাল আকৃতির ড্রোনের মিশ্রণ হবে।

সোমবার লাস ভেগাসে উবারের অংশীদার প্রতিষ্ঠান উবার ইলেভেট নতুন এই যানের নকশা উন্মোচন করে। পুরোপুরি উল্লম্ব বা খাড়াভাবে ওঠানামা করতে পারবে এই উডুক্কুযানটি-- খবর সিএনবিসি’র।

টেক্সট্রন-এর বেল বিভাগের এই নকশায় সমর্থন জানিয়ে উবারের পক্ষ থেকে বলা হয় ‘চাহিদা মতো একটি উবার এয়ার নেটওয়ার্ক’ বানাতে এটি একটি বড় পদক্ষেপ। বাণিজ্যিক ও সেনাবাহিনীর জন্য উডুক্কুযান বানিয়ে থাকে বেল।

উবারের এই উডুক্কুযানকে বলা হচ্ছে বেল নেক্সাস। আকাশ পথে সাশ্রয়ীভাবে যাতায়াতের জন্য এতে হাইব্রিড বৈদ্যুতিক প্রোপালশন ব্যবহার করা হবে।

চার বছরে লস অ্যাঞ্জেলেস এবং ডালাস-ফোর্ট ওর্থ অঞ্চলে ‘উবার এয়ার’ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।