শিক্ষার্থীর ‘ফাঁকিবাজি’ বন্ধ করতে চীনের স্কুলে স্মার্ট ইউনিফর্ম

শিক্ষার্থীদের অবস্থান জানতে চিপযুক্ত ‘স্মার্ট ইউনিফর্ম’ ব্যবহার শুরু হয়েছে চীনের স্কুলগুলোতে। স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 05:10 PM
Updated : 29 Dec 2018, 05:10 PM

প্রতিটি ইউনিফর্মে কাঁধের ওপর দুইটি করে চিপ বসানো হয়েছে। শিক্ষার্থী কখন এবং কোথায় স্কুলে প্রবেশ করে বা বের হয় তা জানা যাবে এর মাধ্যমে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এ ছাড়া স্কুলের গেইটগুলোতে রাখা হয়েছে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার। শিক্ষার্থী সঠিক ইউনিফর্ম পরে রয়েছে তা নিশ্চিত করা হবে এর মাধ্যমে। আর ক্লাসের সময়ে বের হতে চাইলে বাজবে অ্যালার্ম।

স্মার্ট এই ইউনিফর্মগুলো ধোয়াও যাবে। গুইঝু গুয়ানইউ টেকনোলজি কোম্পানি’র দাবি ১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সইতে পারবে এটি। আর ৫০০ বার পর্যন্ত ধোয়া যাবে ইউনিফর্মগুলো।

নতুন এই ইউনিফর্মগুলোতে বাড়তি কিছু ফিচারও রাখা হয়েছে। ছাত্রছাত্রীরা ক্লাসে ঘুমাচ্ছে কী-না, তাও শনাক্ত করা হবে এর মাধ্যমে। আর বেতন দেওয়ার সময় ইউনিফর্মের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।

বর্তমানে চীনের গুইঝু অঞ্চলের ১০টি স্কুলে ব্যবহার করা হচ্ছে এই স্মার্ট ইউনিফর্ম।